মিসরে গাড়ি বিস্ফোরণে নিহত ১৯

মিসরের কায়রোতে বিস্ফোরিত হওয়া একটি গাড়ি দেখছেন স্থানীয় লোকজন। ছবি: এএফপি
মিসরের কায়রোতে বিস্ফোরিত হওয়া একটি গাড়ি দেখছেন স্থানীয় লোকজন। ছবি: এএফপি

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালের সামনে কয়েকটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববারের ওই বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্যরাতের কিছু আগে একটি গাড়ি ট্রাফিক আইন ভেঙে দ্রুত গতিতে ছুটে গিয়ে অন্য তিনটি গাড়িকে আঘাত করে। এরপরই ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে কায়রো কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পরে আশপাশের সব ভবন দ্রুত খালি করা হয়। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি হাসপাতালের বহু রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, বিস্ফোরণে আহত বেশ কিছু লোকের অবস্থা গুরুতর।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই বিস্ফোরণে হাসপাতাল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে।