সিডনিতে ডলারের নদী!

অস্ট্রেলিয়ার সিডনির এক নদীতে ভাসমান অবস্থায় ডলারের অজস্র নোট পাওয়া গেছে। সিডনির দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেক নদীতে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির এক নদীতে ভাসমান অবস্থায় ডলারের অজস্র নোট পাওয়া গেছে। সিডনির দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেক নদীতে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির এক নদীতে ভাসমান অবস্থায় ডলারের অজস্র নোট পাওয়া গেছে। সিডনির দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেক নদীতে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নদীর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে ৫০ ডলার মূল্যমানের অজস্র নোট।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নদীতে সোমবার সকাল ৯টা নাগাদ একজন নারী দেখতে পান যে অসংখ্য অস্ট্রেলীয় ডলার নদীর পানিতে ভাসছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। ইলাওয়ারা লেক থানার পুলিশের সদস্যরা পরিদর্শনে এসে বিষয়টির সত্যতা খুঁজে পান।

পুলিশ, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকদের চেষ্টায় নদী থেকে প্রায় দুই হাজার অস্ট্রেলীয় ডলার মূল্যমানের ৫০ ডলারের নোট অক্ষত উদ্ধার করা হয়। আরও বেশ কিছু নোট মাছের কামড়ে নষ্ট হয়ে গেছে। তবে মোট উদ্ধার করা অর্থের পরিমাণ জানায়নি পুলিশ। উদ্ধারকাজ অব্যাহত রাখা হয় সোমবার স্থানীয় সময় বিকেল অবধি। নোটগুলো আসল কি না, তাও নিশ্চিত করেনি পুলিশ। সম্প্রতি কোথাও কোনো চুরির ঘটনা ঘটেছে কি না, তাও আমলে নেবে পুলিশ।