এবার নাগাল্যান্ড ভাগের দাবি

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার পর এবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ডকে ভাগ করার জোর দাবি উঠেছে।

নাগাল্যান্ডের পূর্বের এলাকা বঞ্চিত—এমন দাবি তুলে ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’ নামে রাজ্য গড়ার দাবি করেছে সেখানকার ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) নামের একটি সংগঠন।

নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী-অধ্যুষিত রাজ্য নাগাল্যান্ড। রাজ্যের অধিকাংশ মানুষ খ্রিষ্টধর্মাবলম্বী।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (৩৭০ ধারা) বিলোপ করে। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে। সরকার জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় এনেছে।

এই ঘটনার পর ইএনপিও হুমকি দিয়েছে, পূর্ব নাগাল্যান্ডের তুয়েনসাং, মোন, কিফিরে ও লংলেং এলাকা নিয়ে গড়তে হবে পৃথক রাজ্য ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’।

ইএনপিও বলেছে, ১৯৬৩ সালে নাগাল্যান্ড ভারতের পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু নাগাল্যান্ডের পূর্বাঞ্চল আজও বঞ্চিত। তাই এই পূর্বাঞ্চলকে নিয়ে গড়তে হবে পৃথক রাজ্য ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’। এই দাবিতে তারা আজ স্বাধীনতা দিবস বয়কটেরও ডাক দিয়েছে।