জাগুয়ারের চাপায় কলকাতায় প্রাণ গেল ২ বাংলাদেশির

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল শুক্রবার রাতে জাগুয়ারের চাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন কাজী মুহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। তাঁরা চিকিৎসার জন্য এখানে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জাগুয়ার গাড়িটি কলকাতার বিড়লা প্লানেটরিয়ামের দিক থেকে শেক্‌সপিয়ার সরণি ধরে কলামন্দিরের দিকে যাচ্ছিল। লাউডন স্ট্রিটের ক্রসিংয়ের মুখে জাগুয়ারটি সেখানে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা মারে। চলে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশিকে চাপা দেয় জাগুয়ারটি। গুরুতর আহত অবস্থায় ওই দুই বাংলাদেশিকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পিজি হাসপাতালে। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

মইনুল আলমের বাড়ি ঝিনাইদহে আর ফারহানার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। এই ঘটনায় মার্সিডিজের চালক ও আরোহী আহত হয়েছেন। তবে জাগুয়ারের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

পুলিশ বলেছে, জাগুয়ারটি কলকাতার নামী একটি রেস্তোরাঁর নামে নিবন্ধন করা। সিগন্যাল অমান্য করে জাগুয়ারটি দ্রুতগতিতে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত চলছে।