ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে রঙিন আয়োজন

>

১৯৪৫ সালের ১৭ আগস্ট জাতীয়তাবাদী সংগ্রামী নেতা আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। ঔপনিবেশিক শক্তি নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন আহমেদ সুকর্ণ। শনিবার থেকে কয়েক দিন ধরে দেশটি ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে।

১ / ৯
ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা দেশটির স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বর্ণিল সাজে। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা দেশটির স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বর্ণিল সাজে। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
২ / ৯
দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক শিক্ষার্থী। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক শিক্ষার্থী। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
৩ / ৯
দেশের স্বাধীনতা দিবসের উৎসব-আনন্দের অনুষ্ঠানে নানা সাজে নিজেদের সংস্কৃতির কথা তুলে ধরেছেন ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
দেশের স্বাধীনতা দিবসের উৎসব-আনন্দের অনুষ্ঠানে নানা সাজে নিজেদের সংস্কৃতির কথা তুলে ধরেছেন ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। বান্দা, আচেহ, ইন্দোনেশিয়া, ১৮ আগস্ট। ছবি: এএফপি
৪ / ৯
এতিহ্যবাহী পোশাকে গ্রামে চলছে ফুটবল খেলা। ব্ল্যাঙ্গ পিডিই, আচেহ প্রদেশ, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
এতিহ্যবাহী পোশাকে গ্রামে চলছে ফুটবল খেলা। ব্ল্যাঙ্গ পিডিই, আচেহ প্রদেশ, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৫ / ৯
পিচ্ছিল বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা। দলে দলে ভাগ হয়ে সবাই মেতেছেন এই প্রতিযোগিতায়। স্বাধীনতা দিবসের নানান আয়োজনের অন্যতম একটি হলো এই খেলা। সেমিনায়েক সৈকত, বালি, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
পিচ্ছিল বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা। দলে দলে ভাগ হয়ে সবাই মেতেছেন এই প্রতিযোগিতায়। স্বাধীনতা দিবসের নানান আয়োজনের অন্যতম একটি হলো এই খেলা। সেমিনায়েক সৈকত, বালি, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৬ / ৯
৭৪ তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে পিচ্ছিল বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতায় জয়ী দলের উল্লাস। সেমিনায়েক সৈকত, বালি, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৭৪ তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে পিচ্ছিল বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতায় জয়ী দলের উল্লাস। সেমিনায়েক সৈকত, বালি, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৭ / ৯
স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে নানান আয়োজনের মধ্য ছিল রাপাই গেলাঙ্ক নাচ। এই নাচের তালে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র খঞ্জনি। খঞ্জনি ইন্দোনেশিয়ায় অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। ব্ল্যাঙ্গ পিডিই, আচেহ প্রদেশ, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে নানান আয়োজনের মধ্য ছিল রাপাই গেলাঙ্ক নাচ। এই নাচের তালে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র খঞ্জনি। খঞ্জনি ইন্দোনেশিয়ায় অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। ব্ল্যাঙ্গ পিডিই, আচেহ প্রদেশ, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৮ / ৯
বালিশ খেলায় মত্ত শিশুরা। সুরাবায়া, পূর্ব জাভা, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
বালিশ খেলায় মত্ত শিশুরা। সুরাবায়া, পূর্ব জাভা, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
৯ / ৯
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাচের দলের পরিবেশনা। প্রেসিডেনশিয়াল প্যালেস, জাকার্তা, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাচের দলের পরিবেশনা। প্রেসিডেনশিয়াল প্যালেস, জাকার্তা, ইন্দোনেশিয়া, ১৭ আগস্ট। ছবি: এএফপি