ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিককে চীনের 'না'

ওয়ালস্ট্রিট জার্নালের এক সাংবাদিককে বহিষ্কার করল চীন। ছবি: রয়টার্স
ওয়ালস্ট্রিট জার্নালের এক সাংবাদিককে বহিষ্কার করল চীন। ছবি: রয়টার্স

ওয়ালস্ট্রিট জার্নালের এক সাংবাদিকের পরিচয়পত্র গ্রহণে অসম্মতি জানিয়েছে চীন, যা বাস্তবিক অর্থেই তাঁকে চীন থেকে বহিষ্কারের শামিল। শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ওয়ালস্ট্রিট জার্নালের ওই সাংবাদিকের নাম চান হ্যান ওং। সিঙ্গাপুরের এ নাগরিক ২০১৪ সাল থেকে বেইজিংয়ে থেকে রাজনৈতিক সংবাদ করছিলেন। শুক্রবার তাঁর ভিসার মেয়াদ ফুরায়। ভিসা নবায়নের জন্য আবেদন করলে চীন তা প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে ডাও জোনসের মুখপাত্র ই-মেইলের মাধ্যমে জানান, ‘চীন কর্তৃপক্ষ চান হ্যানের সাংবাদিক পরিচয়পত্রটি নবায়নে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব।’

এ ঘটনায় গভীর হতাশা ব্যক্ত করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। সংবাদপত্রটির প্রধান সম্পাদক ম্যাট মুরে বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে চীন সরকার আমাদের সাংবাদিকের পরিচয়পত্র প্রত্যাখ্যান করেছে। আমরা ন্যায়ানুগ ও সত্যের ওপর ভিত্তি করে সাংবাদিকতা করি। চীনের যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে আমরা শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ৩০ জুন ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে অসন্তুষ্ট, যা লিখেছিলেন চান হ্যান ও ফিলিপ ওয়েন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এক আত্মীয়র বিষয়ে তদন্ত করছে। তাঁর সঙ্গে সংঘবদ্ধ অপরাধ, অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে।

হান চ্যান ওংকে একধরনের নিষিদ্ধ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘বিদেশি সাংবাদিকদের দ্বারা চীনের জন্য অসম্মানজনক কোনো কিছু হোক, তা আমরা চাই না। এটা আমাদের নীতিরই অংশ। আমরা এ ধরনের সাংবাদিকতাকে স্বাগত জানাই না।’

চীনে বিদেশি সাংবাদিকদের ক্লাব কর্তৃপক্ষের এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে।