আবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইমরান খান

গত জুন মাসে সবশেষ সৌদি আরব সফরে যান ইমরান খান। রয়টার্স ফাইল ছবি
গত জুন মাসে সবশেষ সৌদি আরব সফরে যান ইমরান খান। রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফর করবেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম এই খবর দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ইতিমধ্যে দুবার সৌদি আরব সফর করেছেন। আসন্নটি হবে তাঁর তৃতীয় সফর।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের খবরে বলা হয়, প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন ইমরান খান। তার আগে তিনি সৌদি আরব সফর করবেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের দেশটিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রাজা আলী ইজাজের সঙ্গে ইমরান খানের সম্ভাব্য সফর নিয়ে রিয়াদে আলোচনা করেন।

ইমরান খান বলেছেন, তিনি তাঁর বক্তব্যে কাশ্মীর ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

গত মাসে ভারত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে। মোদি সরকারের এই পদক্ষেপের পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যুটিকে ভারত তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলছে।

গত জুন মাসে সবশেষ সৌদি আরব সফরে যান ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবারের মতো সৌদি আরব সফর করেন।