সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যাচ্ছেন?

সৌরভ গাঙ্গুলী। ছবি: আইএএনএস
সৌরভ গাঙ্গুলী। ছবি: আইএএনএস

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে তাঁরা আলোচনায় বসেন। তাঁদের এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে, সৌরভ গাঙ্গুলী ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন কি না।

গতকাল মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা হয় সৌরভ গাঙ্গুলীর। বিজেপিতে যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো কিছুতে সম্মত হওয়ার বিনিময়ে কোনো সুবিধা নেওয়ার প্রস্তাব তাঁকে দেওয়া হয়নি। অমিত শাহের ছেলে জে শাহ গাঙ্গুলীর দলে সম্পাদক হিসেবে কাজ করবেন। বৈঠকে রাজনৈতিক কোনো ব্যাপার উঠে আসেনি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি এই রাজনৈতিক প্রশ্নগুলো এর আগেও শুনেছি। আমি মুখ্যমন্ত্রী মমতা দিদির সঙ্গে দেখা করেছি এবং আপনারা সে সাক্ষাতের ফলাফল দেখেছেন।’

অমিত শাহের সঙ্গে এই প্রথম সাক্ষাৎকে ‘বিশেষ এবং আলাদা’ উল্লেখ করে সৌরভ বলেন, ‘বিসিসিআইয়ে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি। আমি কোনো পদ পাব কি না, তা–ও জানতে চাইনি। কোনো চুক্তিতে রাজি হলে পদ পাব, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই।’

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহও একই রকম বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘তাঁর (সৌরভ) সঙ্গে এ জাতীয় কোনো চুক্তি বা আলোচনা হয়নি। এটি সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে অপপ্রচার বৈ কিছুই নয়।’

২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগ দিয়ে বিপুল জনপ্রিয় এই ক্রিকেটারের সঙ্গে অমিত শাহের বৈঠক নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছে বিজেপি। রাজ্য পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রেও দলটি জিতবে বলে আশাবাদ ব্যক্ত করছে।

বলা হচ্ছে, বিসিসিআইয়ের প্রধান হিসেবে সৌরভকে বাছাই করাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে বিজেপি। সৌরভ এই রাজ্যের মানুষের মন জয় করেছেন। এর আগে কলকাতা থেকে আসা জগমোহন ডালমিয়া দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের মূল ব্যক্তিত্ব ছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, বিসিসিআই এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শীর্ষ পদে ছিলেন তিনি।

সভাপতি পদে সাবেক এই অধিনায়কের নাম চূড়ান্ত হওয়ার খবর শুনে সৌরভকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন জানাই। সৌরভ ও তাঁর দলের প্রতি অনেক অনেক শুভকামনা। ভারত ও পশ্চিমবঙ্গকে গর্বিত করেছ তুমি। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও তোমার কাজে গর্বিত আমরা সবাই। এই মাঠেও তোমার দুর্দান্ত আরেকটা ইনিংসের অপেক্ষায় থাকলাম আমরা।’