মার্কিন অভিযানের সময় তিনসন্তানসহ আত্মঘাতী হন বাগদাদি: ট্রাম্প

আবু বকর আল-বাগদাদি। ছবি: এএফপি
আবু বকর আল-বাগদাদি। ছবি: এএফপি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি আত্মঘাতী হয়েছেন। এ সময় তাঁর তিন তরুণ ছেলেমেয়েও নিহত হন। সিরিয়ায় গতকাল শনিবার মার্কিন বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। ওই বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তাঁর তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তাঁরাও নিহত হন। বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মার্কিন সেনারা ওই অভিযান চালায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে নিউজউইক জানায়, মার্কিন অভিযানে আইএস-প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাগদাদির আসল নাম ছিল ইব্রাহিম আওওয়াদ ইব্রাহিম আল-বদরি। সংগঠিত ও নির্মম যুদ্ধক্ষেত্রের কৌশল ভালো জানা ছিল তাঁর। উত্তর বাগদাদের অদূরে সামারা এলাকায় ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন বাগদাদি। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস যখন ইরাকের মসুল শহর দখলে নিয়েছিল, তখন নিজেকে আইএসের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: