সন্তানসম্ভবা নারীকে মেরে ফেলল কুকুর

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি জঙ্গলে কুকুরের আক্রমণে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। ছবি: এএফপি
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি জঙ্গলে কুকুরের আক্রমণে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। ছবি: এএফপি

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি জঙ্গলে কুকুরের হামলায় সন্তানসম্ভবা এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় ওই জঙ্গলে শিকার অভিযান চলছিল। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের ভিলার কটার শহরের কাছে সম্প্রতি ২৯ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়। জঙ্গলে নিজের কুকুর নিয়ে হাঁটতে যান ওই নারী। পরে কুকুরের আক্রমণের শিকার হন তিনি। তবে এখনো জানা যায়নি কোন কুকুর তাঁকে আক্রমণ করেছিল।

সরকারি কৌঁসুলি ফেডরিক ত্রিনহ বলেন, শরীরের ওপরে, নিচে ও মাথায় কুকুরের কামড়ে ওই নারীর মৃত্যু হয়।

এই আক্রমণের জন্য দায়ী কুকুরকে বের করতে ৯৩টি কুকুরকে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে ওই নারীর পাঁচটি কুকুরও রয়েছে।

ময়নাতদন্তে দেখা গেছে যে ভুক্তভোগী নারীর মাথায়, ধড় ও বাহুতে কুকুর কামড়েছিল। পুলিশ জানিয়েছে, তারা এই হত্যার তদন্ত শুরু করেছে।

কৌঁসুলির দপ্তর থেকে জানানো হয়, ঘটনার আগে ওই নারী তাঁর স্বামীকে ফোন দিয়েছিলেন। তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। তিনি তাঁর স্বামীকে বলেন যে একদল কুকুর তাঁকে আক্রমণ করতে যাচ্ছে। পরে স্ত্রীর লাশ পান তাঁর স্বামী।

জঙ্গলে এই কুকুরের দল সাধারণত হরিণ শিকার করে।

ঘটনার পর সব ধরনের শিকার অভিযান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।