গ্রেটা থুনবার্গ টাইম সাময়িকীর বর্ষসেরা

সুইডেনের ১৬ বছর বয়সী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ বছরজুড়েই আলোচনায়। গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি সম্মেলনে বিশ্বনেতাদের কড়া সমালোচনা করেছে সে। এ ছাড়া তার গড়ে তোলা পরিবেশ আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ ইতিমধ্যে বিশ্বে ছড়িয়ে পড়েছে। সবকিছু বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম এবার এই পরিবেশ–কর্মীকেই ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।

এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপ এড়াতে ‘চাতুর্যপূর্ণ সৃজনশীল গণসংযোগ’ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে কিশোরী গ্রেটা থুনবার্গ। মাদ্রিদে আয়োজিত জলবায়ুবিষয়ক সম্মেলন কপ ২৫-এ গতকাল বুধবার সে এ কথা বলে। গ্রেটা থুনবার্গ বলে, ‘সত্যিকার বিপদটা হলো যখন রাজনীতিবিদ ও সিইওরা সত্যিকার পদক্ষেপ গ্রহণের ভান ধরেন, কিন্তু আসলে কিছুই করা হয় না।’