রুশনারা এবারও বিপুল ভোটে জয়ী

বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

রুশনারা আলীর প্রাপ্ত ভোট ৪৪ হাজার ৫২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ট। তিনি পেয়েছেন ৬ হাজার ৫২৮ ভোট।

২০১০ সালের নির্বাচনে রুশনারা আলী প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হন। তাঁর ওই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে।

লেবার দলীয় রাজনীতিক রুশনারা এবার চতুর্থ দফায় ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন।

রুশনারার জন্ম ও ছোটবেলা কেটেছে সিলেটের বিশ্বনাথে। সাত বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে আসেন।

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার এই আসনটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।

২০১৬ সালের নির্বাচনে লন্ডনের বেশির ভাগ মানুষ ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নেন। তাই ব্রেক্সিট প্রশ্নে নমনীয় লেবার দলের প্রার্থীরা লন্ডনের আসনগুলোতে ভালো করছেন। তবে লন্ডনের বাইরে বেশির ভাগ এলাকার মানুষ ব্রেক্সিটের পক্ষে। তাই ওই সব আসনে লেবার দলের প্রার্থীদের ভরাডুবি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হয়। এখন চলছে ভোট গণনা। এর মধ্যে বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে। বুথফেরত জরিপ বলছে, বিশাল জয় নিয়ে ক্ষমতায় ফিরছে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ দল।

কনজারভেটিভ দলের আসন এবার ৫০টি বেড়ে ৩৮৬ হবে বলে আভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, এবার লেবার দলের আসন ৭১টি কমে মাত্র ১৯১টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।