জাপানের নতুন জাতীয় স্টেডিয়াম চালু

জাপানের নতুন জাতীয় স্টেডিয়াম চালু করা হয়েছে। ছবি: রয়টার্স
জাপানের নতুন জাতীয় স্টেডিয়াম চালু করা হয়েছে। ছবি: রয়টার্স

জাপানের রাজধানী টোকিওতে নির্মিত নতুন জাতীয় স্টেডিয়াম চালু করা হয়েছে। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আট মাস আগে আজ রোববার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টেডিয়ামটি চালু করা হয়।

অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকে ও স্টেডিয়ামের মূল নকশাবিদ কেঙ্গো কুমা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, স্টেডিয়ামটি ভবিষ্যতে খেলাধুলার ইতিহাসে জায়গা করে নেবে এবং অনেক ইভেন্টের সাক্ষী হয়ে থাকবে।

গভর্নর ইয়ুরিকো কোইকে বলেন, নতুন স্টেডিয়াম ঘিরে আগামী বছরের অলিম্পিক প্রতিযোগিতাকে স্মরণীয় এক আয়োজন করার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি।

২০২০ সালে অলিম্পিক ও প্রতিবন্ধীদের জন্য প্যারালিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট নতুন এই জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৬৮ হাজার আসনের স্টেডিয়ামটি নয় লাইনের ট্র্যাক ছাড়াও থাকছে বিশাল দুটি পর্দা ও সর্বাধুনিক ওয়াই–ফাই সংযোগ।

জাপানের ৪৭টি জেলা থেকে সংগ্রহ করা কাঠ স্টেডিয়ামের নির্মাণশৈলীতে ব্যবহৃত হয়েছে। আশপাশের গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সমন্বয় করে নির্মিত হয়েছে স্টেডিয়ামটি।