ঝাড়খন্ডে বিজেপির হার, সরকার গড়ছে জেএমএম-কংগ্রেস

ঝাড়খণ্ডে বিজেপির পতন নিশ্চিত হয়েছে। নতুন সরকার গঠন করতে যাচ্ছে জেএমএম-কংগ্রেস জোট। জয়ের খবরে নেতা-কর্মীদের উল্লাস। রাঁচি, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি
ঝাড়খণ্ডে বিজেপির পতন নিশ্চিত হয়েছে। নতুন সরকার গঠন করতে যাচ্ছে জেএমএম-কংগ্রেস জোট। জয়ের খবরে নেতা-কর্মীদের উল্লাস। রাঁচি, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: এএফপি

ভারতের ঝাড়খন্ড রাজ্য বিধানসভা নির্বাচনে হেরে গেল ক্ষমতাসীন বিজেপি। আঞ্চলিক দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও জাতীয় কংগ্রেসের জোট এখানে সরকার গড়বে। রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী রঘুবর দাস হার মেনে নিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে ফল ঘোষণা শুরু হয়।

৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৪১ আসন। জেএমএম-কংগ্রেস জোট ইতিমধ্যে এ আসন নিশ্চিত করেছে। এ জোট ৪৩ টি আসন জেতার পথে আছে। এটা নিশ্চিত হয়ে গেছে জেএমএম নেতা হেমন্ত সরেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। আজ বিজয় নিশ্চিত হওয়ার আজ বিকেলে হেমন্ত সরেন বলেন, ‘ ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে আমি সবাইকে নিশ্চিত করতে চাই, তাদের প্রত্যাশা নষ্ট হবে না।’

সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিক নিবন্ধন পঞ্জি নিয়ে ভারতজুড়ে যে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে, তার মধ্যে বিজেপির এই পরাজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল মনে করছে।

বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র বিজয় শংকর শাস্ত্রী কার্যত পরাজয় মেনে নিয়েছেন। তিনি এনডিটিভিকে বলেন, ‘ঝাড়খন্ডের ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত। বিজেপি ৬৫ আসনে জয় আশা করেছিল।’

গত ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় ঝাড়খন্ড বিধানসভার ভোট গ্রহণ হয়।

দুদিন আগে বুথফেরত জরিপে বলা হয়, জেএমএম-কংগ্রেস জোট ক্ষমতায় আসছে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

গত বছর তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের নির্বাচনে পরাজিত হয় বিজেপি। তবে পরে লোকসভায় বিজেপি বিপুল বিজয় পেলেও সম্প্রতি হাতছাড়া হয় মহারাষ্ট্র।