নির্ভয়ার ধর্ষণকারীদের ফাঁসি ২২ জানুয়ারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতরে দিল্লিতে আলোচিত নির্ভয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসি ২২ জানুয়ারি। সেই দিন তিহার জেলে চার অপরাধীকে ফাঁসি দেওয়া হবে সকাল সাতটায়। দিল্লির অতিরিক্ত দায়রা জজ সতীশ কুমার অরোরা আজ মঙ্গলবার এই নির্দেশ দেন।

সাত বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে ডাক্তারি পড়ুয়া নির্ভয়া ধর্ষণের শিকার হন। চলন্ত বাসে ধর্ষণ করে অপরাধীরা তাঁকে ফেলে দেয়। গুরুতর আহত নির্ভয়া কিছুদিন চিকিৎসার পর মারা যান।


তিহারে ফাঁসি হবে মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার। তাঁদের আইনজীবী জানিয়েছেন, ১৪ দিনের মধ্যে তাঁরা কিউরেটিভ পিটিশন দাখিল করবেন। ওই ঘটনার এক অপরাধী তিহার জেলে আত্মহত্যা করেন। ষষ্ঠ অপরাধী নাবালক হওয়ায় তাঁর বিচার হয় জুভেনাইল কোর্টে।

নির্ভয়ার বাবা ও মা এই নির্দেশের পর সন্তোষ প্রকাশ করেছেন। রায়ের পর সংবাদ মাধ্যমকে তাঁরা বলেন, এই ফাঁসির নির্দেশ দেশের নারীদের ক্ষমতায়নে সহায়ক হবে। সুবিচারের জন্য এত দিন অপেক্ষা করেছি। এবার নির্ভয়ার আত্মা শান্তি পাবে। এই রায় বিচার বিভাগের উপর মানুষের আস্থা দৃঢ় করবে।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল এই রায়কে স্বাগত জানিয়েছেন।