ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ। এএফপি ফাইল ছবি
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ। এএফপি ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন আরোহী ছিলেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

আজ বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নামের বোয়িং ৭৩৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রু সহ যাত্রী ছিলেন ১৮০ জন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ বলেন, ‘বিমানটিতে আগুন ধরে গেছে। সেখানে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। হয়তো কিছু যাত্রীকে আমরা বাঁচাতে সক্ষম হব।’