উড়োজাহাজ বিধ্বস্ত: ইরানের কাছে ক্ষতিপূরণ চায় ইউক্রেন

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ঘটনাটির পূর্ণ ও উন্মুক্ত তদন্তও দাবি করেছেন তিনি। ছবি: রয়টার্স
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ঘটনাটির পূর্ণ ও উন্মুক্ত তদন্তও দাবি করেছেন তিনি। ছবি: রয়টার্স

ইরানের বিমানবাহিনীর প্রধান গতকাল শুক্রবার রাতেও দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে আজ শনিবার সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ইরান স্বীকার করে নিয়েছে, তাদের ভুলের কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। ইরানের ভুল স্বীকার করে নেওয়ার পর এবার ‘ভুলের মাশুল’ হিসেবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইউরোপের দেশটি।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই পোস্টে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি ঘটনার পূর্ণ তদন্ত এবং সেই তদন্তে ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

ফেসবুকে জেলেনস্কি লেখেন, ‘ইউক্রেনের উড়োজাহাজটি ধ্বংসের ব্যাপারে ইরান নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়; কূটনৈতিক ও আনুষ্ঠানিকভাবে ইরানকে দোষ স্বীকার করতে হবে।’ জেলেনস্কি আরও লেখেন, ‘আমরা ইরানের কাছে একটি পূর্ণ ও উন্মুক্ত তদন্তের আশ্বাস দাবি করছি। এ ছাড়া যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের যথাযথ বিচার করতে হবে, নিহত ব্যক্তিদের মরদেহ নিজ নিজ দেশে হস্তান্তর করতে হবে এবং ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আমাদের ৪৫ প্রতিনিধিকে তদন্তকাজে পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে।’

এর আগে ইরান নিজেদের দোষ স্বীকার করে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী জানায়, উড়োজাহাজটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। এটি ভুলবশত হয়েছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইরানের এই ‘অনিচ্ছাকৃত ভুলের’ কারণে উড়োজাহাজে থাকা ১৭৬ আরোহীর প্রত্যেকে প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার রাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ২২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর কয়েক ঘণ্টার মধ্যে ওই যাত্রীবাহী উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘অমার্জনীয় ভুল’ বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।