কলকাতা বন্দরের নাম মাস্টারদা সূর্য সেন করার দাবি

মাস্টারদা সূর্য সেন। ছবি: সংগৃহীত
মাস্টারদা সূর্য সেন। ছবি: সংগৃহীত

কলকাতা বন্দরের নাম মাস্টারদা সূর্য সেন করার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী দল সিপিএমের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। এ নিয়ে প্রচারও শুরু করেছে তারা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে এর নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট করার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণার পরই এসএফআই তাদের দাবি জানায়।

শ্যামাপ্রসাদ মুখার্জি স্যার আশুতোষ মুখার্জির ছেলে। ভারত স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরুর কংগ্রেসীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ১৯৫১ সালে তিনি গড়েন ভারতীয় জনসংঘ। তিনি যুক্ত ছিলেন হিন্দু মহাসভার সঙ্গে। ৫১ বছর বয়সে জম্মু-কাশ্মীরে কারাবন্দী অবস্থায় মারা যান।

এসএফআই কলকাতা বন্দরে মাস্টারদা সূর্য সেনের নামফলক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা অভিযোগ তুলেছে, শ্যামাপ্রসাদ ছিলেন বাংলা ভাগের মূল কারিগর। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গ হতো না। বাঙালি হিন্দুদের রক্ষা করেছেন শ্যামাপ্রসাদ।

ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে জীবন দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযোগে ব্রিটিশ সরকার তাঁকে ফাঁসি দেয়।

এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রতীকূর রহমান বলেছেন, কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করলে তা মুছে দেওয়া হবে।

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দেশজুড়ে দেশপ্রেম দিবসের ডাক দিয়েছে বাম দল। ওই দিন মানববন্ধন করার ঘোষণা দিয়েছে এসএফআই।