কবি শঙ্খ ঘোষ হাসপাতালে ভর্তি

কবি শঙ্খ ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি
কবি শঙ্খ ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি

প্রখ্যাত কবি শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কবির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে শ্বাসকষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি শঙ্খ ঘোষ। পরে দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। শ্বাসনালি ও মূত্রনালিতে তাঁর সংক্রমণ রয়েছে। হাসপাতালের চিকিৎসক সি কে মাইতির তত্ত্বাবধানে আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।

কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।


বাংলা সাহিত্যে অবদানের জন্য কবি শঙ্খ ঘোষ পেয়েছেন জ্ঞানপীঠ ও সাহিত্য আকাদেমি পুরস্কার। আরও পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম সম্মাননা।