রাষ্ট্রপতির কাছে নালিশ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ১৮ বিজেপি সাংসদ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: রয়টার্স
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: রয়টার্স

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানাতে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরবারে যাচ্ছেন।

বিজেপির ভাষ্য, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এখানে আইনের শাসন নেই। গুন্ডারাজ চলছে।

তৃণমূল বলছে, বিজেপিই রাজ্যে অশান্তি তৈরি করছে। তারা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়াচ্ছে। ধর্মীয় বিভাজন তৈরি করছে। রাজ্যে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরাতে চাইছে।

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার ‘চরম অবনতির’ কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে জানাতে দু-এক দিনের মধ্যে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ নয়াদিল্লি যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁরা বলবেন, রাজ্যের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছে তৃণমূল। বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বিজেপি রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছে।

বিজেপি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আজ মঙ্গলবার বা কাল বুধবার পশ্চিমবঙ্গের ১৮ বিজেপি সাংসদ রাজধানীতে রাষ্ট্রপতির দরবারে হাজির হতে পারেন।