করোনাভাইরাস ডেকে আনল কিশোরের করুণ পরিণতি

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

চীনের হুবেই প্রদেশের উহানে প্রতিদিনই করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা বাড়ছে। মৃত্যুর ছায়া নেমে এসেছে যেন পুরো শহরে। এর মধ্যে বিভিন্ন ঘটনা যেন মানুষের হৃদয়কে উদ্বেলিত করে ফেলছে। তেমনই একটি ঘটনা ঘটেছে উহানের ইয়ান চেংয়ের জীবনে।

১৬ বছরের ইয়ান সেরিব্রাল পালসিতে আক্রান্ত, চলাফেরা করতে পারে না। কথা বলা, শোনা—সবকিছুতে কষ্ট হয় তার। এমনকি নিজের কাজগুলো করতে পারে না সে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয় এই কিশোরের বাবা ও দেখভালের লোক।এই কিশোরের কাছ থেকে তাঁদের সরিয়ে কোয়ারান্টাইন করা হয়। বাড়িতে একাই ছিল ইয়ান।

ইয়ান চেংয়ের বাবা চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবুতে ছেলের অবস্থা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে বলা হয়, তাঁর ছেলের দেখভালের কেউ নেই। দ্রুত তার সাহায্য প্রয়োজন। তবে বাবার আকুতিতে কোনো লাভ হয়নি। গত বুধবার নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই কিশোরকে।

এ ঘটনার পর দুই চীনা কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। তাঁদের মধ্যে একজন হলেন স্থানীয় কমিউনিস্ট পার্টির সেক্রেটারি এবং হুয়াজিহায়ে শহরের মেয়র।

তদন্তে দেখা যায়, এই সময়ে ওই কিশোরকে কেউ সঠিকভাবে দেখাশোনা করেনি। এমনকি তাকে মাত্র দুবার খেতে দেওয়া হয়।