মিথ্যার পুরোনো ছকে মিয়ানমার

আইসিজের রায়ের কয়েক দিন পর রাখাইনের কিন তুন গ্রামে মর্টার শেলের আঘাতে অন্তত দুজন রোহিঙ্গা নারী প্রাণ হারান। ছবি: রয়টার্স
আইসিজের রায়ের কয়েক দিন পর রাখাইনের কিন তুন গ্রামে মর্টার শেলের আঘাতে অন্তত দুজন রোহিঙ্গা নারী প্রাণ হারান। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশ বাস্তবায়নের বিষয়ে এবার মিয়ানমার মিথ্যা বলতে শুরু করেছে।

গণমাধ্যম মিয়ানমার টাইমস গত মঙ্গলবার জানিয়েছে, দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ তে বলেছেন, আইসিজের আদেশ অনুযায়ী সরকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষ্যপ্রমাণ নষ্ট না করা এবং আদেশ বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করবে মিয়ানমার সরকার। আদালতে মিয়ানমার সরকারের প্রতিবেদন প্রমাণ করবে, রাখাইনে কোনো গণহত্যা হয়নি। 

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র রোহিঙ্গাদের সুরক্ষার দাবি এমন সময়ে করছেন, যখন আইসিজের রায়ের কয়েক দিন পর রাখাইনের কিন তুন গ্রামে মর্টার শেলের আঘাতে অন্তত দুজন রোহিঙ্গা নারী প্রাণ হারিয়েছেন। 

অবশ্য মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন ওই হামলায় সেনাবাহিনীর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইসিজের আদেশের কয়েক দিনের মাথায় সেনাবাহিনী মর্টার শেল ছুড়ে নিজেদের গলায় ফাঁসির দড়ি ঝোলাতে যাবে কেন!