বঙ্গবন্ধু ও বিদ্যাসাগর স্মরণে কলকাতা-ঢাকা সাইকেল শোভাযাত্রা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষে কলকাতা–ঢাকা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখার্জি। ছবি: ভাস্কর মুখার্জি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষে কলকাতা–ঢাকা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখার্জি। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়েছে। এই শোভাযাত্রার আয়োজক ‘হানড্রেড মাইলস’ নামের একটি সংগঠন। এর সহযোগিতায় আছে কলকাতার ভাষাসূত্র কমিটি। কলকাতা থেকে বাংলাদেশের ঢাকার জাতীয় শহীদ মিনারের উদ্দেশে আট দিনব্যাপী সাইকেল শোভাযাত্রা শুরু হলো।

আজ শুক্রবার বেলা ১১টায় কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় এই সাইকেল–যাত্রা। এই যাত্রা শেষ হবে ২০ ফেব্রুয়ারি ঢাকায়। এতে যোগ দিয়েছেন ২১ বাইসাইকেল আরোহী। এবার এই সাইকেল–যাত্রা অষ্টম বর্ষে পা দিয়েছে। এই যাত্রার পতাকা তুলে আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখার্জি। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাসহ কলকাতার বিশিষ্টজনেরা।

এই যাত্রার উদ্বোধন করে মন্ত্রী সুব্রত মুখার্জি বলেছেন, এই সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের দুই বাংলার সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। এই ভাষা সূত্রের সাইকেল শোভাযাত্রা আমাদের মৈত্রী বন্ধনের নতুন করে বার্তা দেবে দুই বাংলায়। এই ভাষা সাইকেল–যাত্রা কলকাতা থেকে শুরু হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল-বেনাপোল পার হয়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছবে ২০ ফেব্রুয়ারি। তারপর একুশে ফেব্রুয়ারি সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ভাষাশহীদদের।

সাইকেল আরোহীরা কলকাতা থেকে বারাসাত, রানাঘাট, বগুলা, গেদে, দর্শনা, মুজিবনগর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, সাভার হয়ে ঢাকা পৌঁছবে। একুশে ফেব্রুয়ারি তাঁরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে ঢাকায় যাওয়ার পথে এই যাত্রা আজ পণ্ডিত বিদ্যাসাগরের স্মৃতিবাহী কলকাতার বাদুড়–বাগানের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সীমান্ত পার হয়ে মুজিবনগরে গিয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা।