আমি বিজেপি-কংগ্রেসের ভোটারদেরও মুখ্যমন্ত্রী: কেজরিওয়াল

টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘নির্বাচন এখন শেষ। আপনারা কাকে ভোট দিয়েছেন, সেটা আমার কাছে কোনো বিষয় না। আপনারা সবাই এখন আমার পরিবারের সদস্য। আমি বিজেপি-কংগ্রেসের ভোটারদেরও মুখ্যমন্ত্রী।’

আজ রোববার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। কেজরিওয়াল ছাড়াও শপথ নিয়েছেন মন্ত্রিসভার ছয় সদস্য।

শপথ নেওয়া ছয় মন্ত্রী হলেন- মনীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসাইন এবং রাজেন্দ্র গৌতম। কেজরিওয়ালের এবারের মন্ত্রিসভায় কোনো নতুন মুখ দেখা যাবে না বলে গুঞ্জন রয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির জনগণের উদ্দেশে ভাষণ দেন কেজরিওয়াল। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির জনগণের উদ্দেশে ভাষণ দেন কেজরিওয়াল। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত করায় দিল্লির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় রাজনীতি হয়েই থাকে। এবারও হয়েছে। যারা আমার বিরুদ্ধে অসত্য কথা বলেছেন, আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। আপনাদেরও অনুরোধ করছি, আপনারাও সব নেতিবাচক জিনিস ভুলে যান। দিল্লিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদও কামনা করেছেন কেজরিওয়াল, ‘আমি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি আসেননি, হয়তো তিনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাঁর এবং অন্য সবার কাছে আশীর্বাদ চাই।’

নিজের দুই মেয়াদে দিল্লির ব্যাপক উন্নয়ন করেছেন কেজরিওয়াল। তবে তার জন্য কোনো প্রশংসা নিতে রাজি নন তিনি, ‘সবাই বলছে, কেজরিওয়াল সবকিছু ফ্রিতে দিচ্ছে। জগতের সব ভালো জিনিসই তো ফ্রি। আমি দিল্লির মানুষকে ভালোবাসি। এই ভালোবাসাও ফ্রি। আমি কি এখন শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়া শুরু করব? রোগীদের থেকে ওষুধ ও হাসপাতাল খরচ বাবদ টাকা নেওয়া শুরু করব? এটা হবে লজ্জাজনক কাজ।’

কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হয়। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হয়। রামলীলা ময়দান, দিল্লি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রোববার সকালে দিল্লিবাসীর কাছে আশীর্বাদ চেয়ে একটি টুইট করেন কেজরিওয়াল। টুইটে তিনি বলেন, ‘আজ তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি। আপনাদের সন্তানকে আশীর্বাদ করতে দয়া করে আজ রামলীলা ময়দানে আসুন।’ কেজরিওয়ালের আহ্বানে সাড়া দিয়ে প্রচুর লোক অনুষ্ঠানে এসেছেন। লোকসমাগম সামাল দিতে অনুষ্ঠানে নিয়োজিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিন্নতার ছাপও রেখেছিলেন কেজরিওয়াল। ৫০ জন স্কুলশিক্ষক, চিকিৎসক, মেধাবী শিক্ষার্থী, অটোরিকশাচালক ও স্যানিটেশন কর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, এরাই প্রকৃত অর্থে দিল্লির নির্মাতা। কেজরিওয়াল বলেছেন, ‘রাজনীতিবিদেরা আসবেন, আবার চলেও যাবেন। কিন্তু শহরের প্রকৃত উন্নয়ন এই মানুষদের হাত ধরেই আসে।’

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টির মধ্যে ৬২ টি আসন জিতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। যদিও ২০১৫ সালের নির্বাচনে দলটি ৬৭ টি আসন পেয়েছিল।