ভারতে সেনাবাহিনীতে নারী-পুরুষবৈষম্য দূর করার নির্দেশ

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ সোমবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিলেন, সেনাবাহিনীতে নারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে হবে। একমাত্র কমব্যাট উইং, অর্থাৎ যারা সরাসরি যুদ্ধ করেন,এই নির্দেশের বাইরে থাকছে। তবে সেখানেও নারীরা যাতে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। আগামী তিন মাসের মধ্যে সরকারকে এই বৈষম্য দূর করতে বলা হয়েছে।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।

ভারতীয় বাহিনীতে ১৯৯২ সালের আগে নারীরা শুধু চিকিৎসা পরিষেবায় কাজ করতে পারতেন। এরপর নারীদের জন্য ১৪ বছরের ‘শর্ট সার্ভিস কমিশন’ চালু হয়। পুরুষদের মতো ২০ বছরের কাজ করার সুযোগ তাঁদের ছিল না। আজকের রায়ের পর নারীরা একমাত্র কমব্যাট উইং ছাড়া অন্য সব ক্ষেত্রে ২০ বছর কাজ করার সুবিধা পাবেন। এ ছাড়া পুরুষদের মতো অন্য সব ধরনের সুযোগ-সুবিধাও তাঁরা পাবেন।

শর্ট সার্ভিস কমিশনের আওতায় যে নারীরা ১৪ বছর বাহিনীতে কাজ করেছেন, তাঁদের স্থায়ী কমিশনের আওতায় আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন আদালত।