করোনা থেকে বাঁচতে কী আজব কাণ্ড

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে উড়োজাহাজের দুই যাত্রীর সতর্কতামূলক ব্যবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ায় একটি ফ্লাইটে ছিলেন ওই দুই যাত্রী। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে তাঁরা প্লাস্টিকের শিটে নিজেদের মুড়িয়ে রেখেছিলেন।

ভিডিওটি টুইটারে শেয়ার করেন অ্যালিসা নামের এক ব্যবহারকারী। এই ভিডিও প্রমাণ করে, করোনাভাইরাস নিয়ে মানুষ কতটা ভীতসন্ত্রস্ত।

গত ডিসেম্বরে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। পরে তা চীনের বাইরেও ছড়ায়। এই ভাইরাসে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে। যারা মারা গেছে, তাদের সিংহভাগই চীনের নাগরিক। এ ছাড়া সংক্রমিত ব্যক্তির সংখ্যা প্রায় ৮০ হাজার।

টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজে পাশাপাশি বসে আছেন দুজন যাত্রী। দুই যাত্রীর একজন নারী, একজন পুরুষ।

নারী যাত্রী ঘুমাচ্ছিলেন। তিনি পিংক রঙের প্লাস্টিকের শিটের পোশাকে নিজেকে মুড়ে রেখেছেন। আর মুখে পরেছেন প্রিন্টের মাস্ক।

নারীর পাশের পুরুষ সহযাত্রী পরেছেন স্বচ্ছ সাদা প্লাস্টিকের পোশাক। তাঁর দুই হাতে গ্লাভস। মুখে মাস্ক।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার অংশ হিসেবে উড়োজাহাজের দুই যাত্রীর এই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার ভিডিও একদিকে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে; আবার তা হাস্যরসের জন্ম দিয়েছে।

ভিডিও দেখে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমি বাপু দম আটকে মরতে চাই না।’

আরেকজন লিখেছেন, ‘তাঁরা (দুই যাত্রী) তো এখনো সেই বায়ুই গ্রহণ করছেন, যা উড়োজাহাজের অন্য সবাই নিচ্ছেন।’

অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত ১৫ জন। তবে দেশটিতে কেউ মারা যায়নি।