চীনে করোনাভাইরাসের একটি 'উপকার'

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানের আশপাশের এলাকায় প্রথম নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের মাত্রা কমে আসতে দেখা যায়। ছবি: রয়টার্স
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানের আশপাশের এলাকায় প্রথম নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের মাত্রা কমে আসতে দেখা যায়। ছবি: রয়টার্স

চীনে বায়ুদূষণ বরাবরই বেশি। কিন্তু এবার দেখা গেল তার ব্যতিক্রম। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা গেছে, চীনে দূষণের মাত্রা নাটকীয়ভাবে কমে এসেছে।

এটি ‘অন্তত আংশিকভাবে’ হলেও দেশটিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার কারণে বলে মনে করা হচ্ছে। সংক্রমণের প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এমনটা হয়েছে, বলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা বলেছে, চলতি বছরে চীনের বায়ুমণ্ডলে ক্ষতিকর নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের মাত্রা কমে এসেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এমনটা হয়েছে।

ক্ষতিকর গ্যাস নাইট্রোজেন ডাই-অক্সাইড মূলত মোটরযান ও শিল্পকারখানা থেকে নির্গত হয়।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানের আশপাশের এলাকায় প্রথম এই গ্যাসের মাত্রা কমে আসতে দেখা যায়। এরপর তা সারা দেশেই কমতে শুরু করে।