নেদারল্যান্ডসে করোনায় প্রথম প্রাণহানি

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা আজ শুক্রবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদেন এ তথ্য পাওয়া যায়।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রটেরডামের ইকাজিয়া হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নেদারল্যান্ডসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম।’

করোনায় আক্রান্ত ব্যক্তি কোথায় আক্রান্ত হয়েছিলেন, বিষয়টি এখনো জানা যায়নি।