করোনা সংকট মোকাবিলায় আড়াই ট্রিলিয়ন ডলার প্রয়োজন: আইএমএফ

আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ছবি: এএফপি
আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ছবি: এএফপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। এই মন্দা ২০০৯ সালের থেকে ভয়াবহ হতে পারে। গতকাল শুক্রবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা বলেন।

প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, মহামারির কারণে বিশ্ব অর্থনীতি ‘হঠাৎ করে বন্ধ’ হয়ে গেছে। করোনা সংকট কাটাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমপক্ষে ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এই অর্থ প্রকৃত বাস্তবতার চেয়েও কম বলে তিনি অভিহিত করেন।

আইএমএফ প্রধান বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত কয়েক সপ্তাহে উন্নয়নশীল দেশগুলো ৮ হাজার ৩০০ কোটি ডলারের পুঁজি হারিয়েছে। পুঁজি হারানো ওই সব দেশের সরকারগুলোর পক্ষে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। এসব দেশগুলোর অনেকের ঘাড়েই আবার বড় ঋণের বোঝা রয়েছে। ৮০টি দেশ, যারা বেশির ভাগ কময় আয় করে, তারা আইএমএফের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি করোনা সংকট মোকাবিলায় দুই হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএমএফ প্রধান।