কেরালায় বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফিরলেন ছেলে
হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬৫ বছরের বাবা। তাঁকে নিয়ে অটোরিকশায় করে ফিরছিলেন ছেলে। লকডাউনের কারণে অটোরিকশায় চলাচল বন্ধ। পুলিশ সেই নিয়ম দেখিয়ে তাঁদের অটোরিকশা থেকে নামতে বাধ্য করে।
উপায় না দেখে বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফেরেন ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। আজ বৃহস্পতিবার এনডিটিভির খবরে জানা যায়, এ ঘটনার জন্য কেরালা রাজ্য মানবাধিকার কমিশন পুলিশের বিরুদ্ধে মামলা করেছে।
ওই বাবা ও ছেলে কেরালার কোলামের কুলাথুপুজা গ্রামের বাসিন্দা। বাবা ভর্তি ছিলেন পুনালুর তালুক হাসপাতালে। স্থানীয় সময় গতকাল বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছেলে জানান, অটোরিকশায় ফেরার সময় পুলিশ বাধা দিলে তাঁরা হাসপাতালের সব কাগজপত্র দেখান। কিন্তু তারপরও পুলিশ তাদের যেতে অনুমতি দেয়নি।
পুলিশ কর্মকর্তাই ওই পরিবারকে অটো থেকে নামান। উপায় না দেখে বাবাকে কোলে নিয়ে এক কিলোমিটার হেঁটে যান ছেলে।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত কেরালায় করোনায় ৩৮৮ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২১৮ জন সুস্থ হয়েছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছেন। তিনি বলেছেন, ভারতের কম সংক্রমণের এলাকাগুলোয় বিধিনিষেধ শিথিল করা হতে পারে।