আফগান প্রেসিডেন্টের ভবনের ২০ কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভবনের অন্তত ২০ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এর ফলে ৭০ বছর বয়সী প্রেসিডেন্টকে সব কাজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় করতে হচ্ছে। আজ শনিবার সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একটি দপ্তর থেকে আসা সংক্রমিত নথি থেকেই ভবনের কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। যখন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে, তখনো এসব কর্মী ভবনে কাজ করছিলেন। এরপর তাদের এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়।’

প্রেসিডেন্ট ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেন, সিভিল সার্ভিস কমিশন ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।

খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের সংকটে থাকা আফগানিস্তানে আজ পর্যন্ত ৯৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।