সিরিয়ায় রমজানের মধ্যেই ট্রাকবোমা হামলা, নিহত ৪৬

সিরিয়ার আফরিন শহরে মঙ্গলবার বোমা হামলা হয়। ছবি: এএফপি
সিরিয়ার আফরিন শহরে মঙ্গলবার বোমা হামলা হয়। ছবি: এএফপি

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বিপণিকেন্দ্রে জ্বালানি ট্রাকবোমায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশটিতে মঙ্গলবার এই সহিংস ঘটনা ঘটে। 

ভয়াবহ এই বোমা হামলা কারা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আফরিন শহরে এই বোমা হামলা হয়। তুরস্ক সমর্থিত বিদ্রোহী যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণ করছে। বোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এসব যোদ্ধাও রয়েছে। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পবিত্র রমজানের ইফতার সামগ্রী কিনতে লোকজন বাইরে বেরিয়ে ছিল। ব্যস্ত এই সময়ে বোমা বিস্ফোরিত হয়। এই বোমা হামলাকে 'কাপুরোষিত কাজ' বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান জানান, বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে।