কাতারে করোনায় ভারতীয়-নেপালির পর বেশি আক্রান্ত বাংলাদেশি

কাতারে নির্মাণ খাতে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করে। (ফাইল ছবি): প্রথম আলো
কাতারে নির্মাণ খাতে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করে। (ফাইল ছবি): প্রথম আলো

কাতারে ভারতীয় ও নেপালি অভিবাসীর পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশি অভিবাসী। এ দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩২ ভাগ ভারতীয় অভিবাসী। 

ভারতীয়দের পরে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে নেপালি অভিবাসীদের অবস্থান। কাতারে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যায় ২০ ভাগ হচ্ছেন নেপালি শ্রমিক। এ তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। করোনাভাইরাসে মোট আক্রান্তের ১৮ ভাগ বাংলাদেশি অভিবাসী।
২৮ এপ্রিল কাতার হেলথ অথোরিটির প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬ শতাংশ কাতারের নাগরিক। অর্থাৎ বাকি ৯৪ ভাগ আক্রান্ত ব্যক্তি বিদেশি।
আক্রান্তের দিক থেকে এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে পাকিস্তান, ফিলিপাইন, মিসর, শ্রীলঙ্কা, সুদান, কেনিয়া, জর্ডান, উগান্ডা, সোমালিয়া, ইরান, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ার অভিবাসী।
হেলথ অথোরিটির এই পরিসংখ্যান অনুসারে, কাতারে করোনাভাইরাসে আক্রান্ত বিদেশি কর্মীর সংখ্যা ১১ হাজার ৪৬৪ জন এবং কাতারি নাগরিকদের সংখ্যা মাত্র ৬৯২ জন।
কাতারে বর্তমানে সোয়া চার লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এদের অধিকাংশ নির্মাণ খাতে কাজ করছেন।
২৯ এপ্রিল প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১ হাজার ৩১১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক হাজার ২৪৩ জন। সর্বমোট স্বাস্থ্য নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৪১৫ জনের।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক।