জাপানে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জাপানের রাজধানীতে আজ শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাস সংক্রমণে ১৫ জনের মৃত্যু নিশ্চিত করার পর সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫০৩। আজ প্রথমবারের মতো টোকিওতে একদিনে ১৫ জন মারা গেছে।

রাজধানীতে আজও ১৬০টি নতুন সংক্রমণ শনাক্ত করা হয়। এই সংখ্যা গতকালের চাইতে ৫টি কম হলেও এর আগের দুদিনের চাইতে অনেক বেশি।

জাপানের রাজধানী এখনো দেশে করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় ক্লাস্টার বা গুচ্ছ এলাকা হিসেবে গণ্য হয়ে আসছে। পশ্চিমের ওসাকা ও অন্যান্য শহরে সংক্রমণ হ্রাস পেলেও টোকিওতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন প্রমাণিত হচ্ছে। তবে তা সত্ত্বেও জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি এবং গোল্ডেন উইকের চলমান ছুটিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া সহ সরকারের সুপারিশ করা স্বাস্থ্য বিধি মানুষ মেনে চললে দ্রুত পরিস্থিতির অগ্রগতি লক্ষ্য করা যাবে।

জাপানে পরীক্ষার সংখ্যা নিয়ে সমালোচনা চলতে থাকলেও কর্তৃপক্ষ মনে করছে মৃত্যুর সংখ্যা অন্যান্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম থেকে যাওয়া জাপানের অনুসৃত পথের কার্যকারিতার প্রমাণ তুলে ধরছে। তবে তা সত্ত্বেও জনগণের প্রতি সজাগ থাকার আহ্বান জানানো অব্যাহত রেখেছে জাপান সরকার।