করোনায় মৃত্যু-মিছিল থামছে না পশ্চিমবঙ্গে

কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার কনটেনমেন্ট জোন। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গতকাল রোববার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। এদিন সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হওয়ার ঘটনা ঘটে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে গতকাল সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছে ১৫৩ জন। মারা গেছে ১৪ জন।

এর মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছে ৩৭ জন। মৃত্যু ১০ জনের। সংক্রমণ ও মৃত্যুতে এখনো শীর্ষে কলকাতা।
এ নিয়ে পশ্চিমবঙ্গে করেনায় সংক্রমিত ১ হাজার ৯৩৯ জন। মৃত্যু ১১৩ জনের। এ ছাড়া করোনার মতো উপসর্গ নিয়ে আরও ৭২ জন মারা গেছে। সব মিলিয়ে মৃত্যু ১৮৫ জন। গতকাল রাজ্যের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা আরও ৭টি বেড়ে ৩২৬টি হয়েছে। হুগলিতে বেড়ে হয়েছে ১৮ থেকে ২৩টি। দক্ষিণ ২৪ পরগনায় বেড়ে হয়েছে ২২ থেকে ৩০টি।

উত্তর ২৪ পরগনায় ৯২, হাওড়ায় ৭৬ ও মালদহে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩ থেকে বেড়ে ৭টি হয়েছে।
সারা পশ্চিমবঙ্গে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৫৪৯ থেকে ৫৬৭টি হয়েছে।

কনটেনমেন্ট জোনে মানুষের প্রবেশ বা বাহির হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রয়োজনে তারা পুলিশের সাহায্যে খাবারদাবার সংগ্রহ করতে পারছে। এসব এলাকা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে।