মঙ্গলবার থেকে চালু হচ্ছে কলকাতা-দিল্লি বিশেষ ট্রেন

হাওড়া স্টেশনের বাইরের অংশ। ফাইল ছবি: প্রথম আলো
হাওড়া স্টেশনের বাইরের অংশ। ফাইল ছবি: প্রথম আলো

ভারতের রেল মন্ত্রণালয় গতকাল রোববার ঘোষণা দিয়েছিল, এই করোনা আবহের মধ্যেই দীর্ঘ ৫০ দিন পর প্রথম শুরু হবে ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজধানী দিল্লির ট্রেন চলাচল। আপাতত ১৫টি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই লক্ষ্যে কাল মঙ্গলবারই প্রথম ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে।

আজ সোমবার বিকেল চারটা থেকে ট্রেনের টিকিট কাটা যাবে কেবল অনলাইনে। রেলের কাউন্টার থেকে মিলবে না এই ট্রেনের টিকিট। কনফার্ম টিকিট ছাড়া উঠতে পারবে না কোনো যাত্রী। প্রতিটি ট্রেনে নেওয়া হবে ১ হাজার ৭০০ যাত্রী। ট্রেন থামবে তিনটি নির্দিষ্ট স্টেশনে। দিল্লি থেকে হাওড়ামুখী প্রথম ট্রেন মিলবে বুধবার। অন্যান্য ১৪টি ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ছাড়বে। তবে সময়সূচি আজ বিকেলে জানাবে রেল মন্ত্রক।

জানা গেছে, প্রত্যেক যাত্রীকে হাওড়া স্টেশনে স্বাস্থ্য পরীক্ষা করে তোলা হবে ট্রেনে। আবার দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর ছাড়া হবে দিল্লি স্টেশন থেকে।