করোনা মহামারিকে উপেক্ষার মাসুল দিচ্ছে ব্রাজিল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনা মহামারিকে গুরুত্ব দিতে চায়নি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রশাসন। প্রাদেশিক কর্তৃপক্ষের জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভে সমর্থন দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্টও। সামাজিক দূরত্ব নিশ্চিতের আহ্বান জানানোর পর বরখাস্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এসবের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণ গেল ৫০ হাজারের বেশি মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, মহামারিকে চরম উপেক্ষার মাসুল গুনতে হচ্ছে এখন ব্রাজিলকে।

ব্রাজিলের সরকারি হিসাবে গত রোববার মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। তবে করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্যমতে, গত শনিবার দেশটিতে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে। রোববার নাগাদ ব্রাজিলে রোগী শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮৫ হাজারের বেশি। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৯ হাজারের বেশি।

সংক্রমণ ও মৃত্যুতে দেশটি এখন যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক অনেক বেশি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। ‘গ্রীষ্মমণ্ডলের ট্রাম্প’ নামে পরিচিত এই নেতা গত এপ্রিলে তাঁর স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার পর গতকাল পর্যন্ত কোনো স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেননি। শুধু তা-ই নয়, তিনি সামাজিক দূরত্বের নিয়মকানুন মানতেও নারাজ। তাঁর মতে, এই নিয়ম মানতে গেলে দেশের বেকারত্ব বেড়ে যাবে।