কলকাতার বাইরে কিছু জেলায় করোনা কমছে

কলকাতা পৌর করপোরেশন। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা পৌর করপোরেশন। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় করোনা নিয়ে কোনো ভালো খবর নেই। কলকাতায় এ ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য জেলা থেকে কিছুটা সুখবর আসছে। সেখানে কমে আসছে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হার।

রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল বৃহস্পতিবার বিকেলে জানায়, পশ্চিমবঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭৫ জন। মারা গেছেন ১৫ জন। শুধু কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে রাজ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৮ জন। মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৬০৬ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৯০ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশ। সে তুলনায় ভারতে সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। রাজ্যে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২৫৮ জনের।

পশ্চিমবঙ্গের ২৩ জেলার মধ্যে ৭ টিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলাগুলো হলো আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের ঘটনা ঘটেছে রাজ্যের ১৬ জেলায়। জেলাগুলো হলো দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা।

কলকাতায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৫১ জন।
দেখা যাচ্ছে, রাজ্যের অন্যান্য জেলায় করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে এলেও বাড়তির দিকে কলকাতা মহানগর।

কলকাতা পৌর করপোরেশন জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে তারা সার্বিকভাবে জোর পদক্ষেপ নিয়েছে। কলকাতায় করোনা অচিরেই নিয়ন্ত্রণ আসবে বলে তারা আশাবাদী।