ভারতে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

ভারতের কেরালায় শুক্রবার রাতে উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
ভারতের কেরালায় শুক্রবার রাতে উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। কেরালায় দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজের ব্ল্যাক বক্স গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ‘ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ) সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায়।

গত শুক্রবার রাতের এই দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলটও নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৩ জন যাত্রী। এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর।

পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল সকালেই ঘটনাস্থলে পৌঁছান দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।

ঘটনাস্থল সরেজমিনে দেখার পর ভি মুরলিধরন বলেন, ‘কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’