এবার ইসরায়েল-আমিরাতের ফোন যোগাযোগ চালু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান।
ছবি: রয়টার্স

সম্পর্ক স্বাভাবিক করতে ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষরের পর এবার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু হলো। ১৩ আগস্ট এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় অধিকৃত পশ্চিম তীরের আরও ভূমি দখলে নেওয়ার পরিকল্পনা ইসরায়েল স্থগিত করবে বলে জানানো হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি অ্যাশকেনাজি টেলিফোনে কথা বলেন। ইসরায়েল একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে।

‘বাধা অতিক্রম করায়’ আমিরাতকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী ওয়ায়েজ হান্দেল। গতকাল রোববার এক বিবৃতিতে হান্দেল বলেন, ‘এখন অনেক অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। বিশ্বাস স্থাপনের এ পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।’

ল্যান্ডফোন ও মোবাইল—উভয় ফোনেরই যোগাযোগ স্থাপিত হয়েছে। গতকাল থেকে আমিরাতে ব্লক করে রাখা ইসরায়েলের নিউজ পোর্টাল, যেমন: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট ও ওয়াইনেটও চালু হয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর টেলিফোন যোগাযোগ চালুকে প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।