বরফে ঢাকা কাশ্মীর

১ / ৯
প্রচণ্ড ঠান্ডায় কাশ্মীরের ডাল লেকের পানি এখন জমাট বাঁধতে শুরু করেছে। তার মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ৮ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
প্রচণ্ড ঠান্ডায় কাশ্মীরের ডাল লেকের পানি এখন জমাট বাঁধতে শুরু করেছে। তার মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ৮ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
২ / ৯
ডাল লেকের জমাট পানিতে আটকে গেছে শিকারা। তাই ছোট নৌকায় করে পানির বরফ ভাঙছেন এক ব্যক্তি। ছবিটি ৭ জানুয়ারি তোলা। প্রচণ্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। ফলে পুরো দেশ থেকে কাশ্মীরের সড়ক যোগাযোগ এখন বন্ধ। ছবি: এএফপি
ডাল লেকের জমাট পানিতে আটকে গেছে শিকারা। তাই ছোট নৌকায় করে পানির বরফ ভাঙছেন এক ব্যক্তি। ছবিটি ৭ জানুয়ারি তোলা। প্রচণ্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। ফলে পুরো দেশ থেকে কাশ্মীরের সড়ক যোগাযোগ এখন বন্ধ। ছবি: এএফপি
৩ / ৯
শ্রীনগরের ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে গাছের পাতার ওপর ঝরে পড়া তুষার গলে নিচে পড়তে পড়তে একসময় গাছের পুরো ডালপালাই বরফে জমে যায়। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
শ্রীনগরের ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে গাছের পাতার ওপর ঝরে পড়া তুষার গলে নিচে পড়তে পড়তে একসময় গাছের পুরো ডালপালাই বরফে জমে যায়। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
৪ / ৯
পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান গুলমার্গ এখন বরফে ঢাকা। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় সেখানকার অনেক জলাশয় এখন বরফে স্থির হয়ে আছে। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে। ছবিটি ৩ জানুয়ারি তোলা। ছবি : এএফপি
পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান গুলমার্গ এখন বরফে ঢাকা। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় সেখানকার অনেক জলাশয় এখন বরফে স্থির হয়ে আছে। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে। ছবিটি ৩ জানুয়ারি তোলা। ছবি : এএফপি
৫ / ৯
শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার উত্তরে পাহাড়ি পথ পাড়ি দিয়ে গুলমার্গ। গ্রীষ্মকালে এখানে পর্যটকদের ভিড় থাকলেও এখন কম। তারপরও যারা যাচ্ছেন, তারা বেশ উপভোগই করছেন। ছবিটি ৩ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার উত্তরে পাহাড়ি পথ পাড়ি দিয়ে গুলমার্গ। গ্রীষ্মকালে এখানে পর্যটকদের ভিড় থাকলেও এখন কম। তারপরও যারা যাচ্ছেন, তারা বেশ উপভোগই করছেন। ছবিটি ৩ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
৬ / ৯
শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে সব জলের ধারা। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি : এএফপি
শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে সব জলের ধারা। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি : এএফপি
৭ / ৯
কুয়াশা ঢাকা সকালে কাশ্মীরের ঝিলম নদী। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
কুয়াশা ঢাকা সকালে কাশ্মীরের ঝিলম নদী। ছবিটি ২ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
৮ / ৯
কাশ্মীরের ডাল লেকের তীরে তুষারমানব ও মানবী তৈরি করেছে কেউ। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সত্যিকারের মতো দেখতে ‘কাংরি’। ‘কাংরি’ কাশ্মীরের ঐতিহ্যবাহী আগুন পোহানোর পাত্র। ছবি: রয়টার্স
কাশ্মীরের ডাল লেকের তীরে তুষারমানব ও মানবী তৈরি করেছে কেউ। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সত্যিকারের মতো দেখতে ‘কাংরি’। ‘কাংরি’ কাশ্মীরের ঐতিহ্যবাহী আগুন পোহানোর পাত্র। ছবি: রয়টার্স
৯ / ৯
ডাল লেকে শিকারায় উঠতে গেলে নৌকায় করে গিয়ে এসব ছোট ছোট সেতু পেরোতে হয়। এসব সেতুতেও তুষার পড়তে শুরু করেছে।
ডাল লেকে শিকারায় উঠতে গেলে নৌকায় করে গিয়ে এসব ছোট ছোট সেতু পেরোতে হয়। এসব সেতুতেও তুষার পড়তে শুরু করেছে।