চিরকুট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ স্মারক বক্তৃতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অনুবাদের রাজনীতি ও সংস্কৃতি: বাংলায় ওমর খৈয়ামের অনুবাদ’ শীর্ষক শহীদুল্লাহ স্মারক বক্তৃতা
অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘বাংলা সাহিত্য সমিতি’ এ স্মারক বক্তৃতার
আয়োজন করে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ইতিহাসবিদ ও
টেগোর ফেলো গৌতম ভদ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা সমিতির সম্পাদক মোহাম্মদ মহীবুল
আজিজ অনুষ্ঠান পরিচালনা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি
২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির জন্য পুনরায় তারিখ ঘোষণা করেছে
জাতীয় বিশ্ববিদ্যালয়। যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারেনি বা আবেদন করেও ভর্তি হতে পারেনি, তাদের
ভর্তির জন্য শূন্য আসনে বিলম্ব ফিসহ ১১ জুলাই থেকে ১৫ জুলাই ভর্তি চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।

ইউল্যাবে সেমিনার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) বিজনেস ক্লাব ৪ জুলাই, ২০১৩ ‘টেকিং এ লিপ ইনটু দ্য নেক্সট
জেনারেশন ইউথ মোবাইল টেকনোলজি’ শীর্ষক সেমিনার আয়োজন করে। ঢাকার ধানমন্ডি ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদির।
কামাল কাদির সেলবাজার ও বিকাশের মতো আরও অন্যান্য প্রযুক্তি মোবাইলের মাধ্যমে কীভাবে কাজ করে এবং এই
উদ্যোগ কীভাবে সাধারণ মানুষের কাজে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, প্রো-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও রেজিস্ট্রার মো. ফয়জুল
ইসলাম উপস্থিত ছিলেন।