মেয়ের পছন্দ গণিত, মায়ের বাংলা

মায়ের  সঙ্গে  দেবস্মিতা  সাহা।  ছবি : ইসতিযাক  আহমেদ
মায়ের সঙ্গে দেবস্মিতা সাহা। ছবি : ইসতিযাক আহমেদ

সদ্য শেষ হওয়া ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে দেবস্মিতা সাহা। চট্টগ্রামের ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার মা স্বপ্না সাহা, শিক্ষিকা। আজ থাকছে দুই প্রজন্মের মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. পছন্দের খাবার?

দেবস্মিতা সাহা: সরষে ইলিশ।

মা: ভাত–মাছ।

২. কোথায় ঘুরতে ভালো লাগে?

দেবস্মিতা সাহা: সমুদ্র।

মা: সমুদ্র।

৩. প্রিয় সিনেমা?

দেবস্মিতা সাহা: আগুনের পরশমণি

মা: অপুর সংসার

৪. প্রিয় অভিনয়শিল্পী?

দেবস্মিতা সাহা: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী।

মা: ডলি জহুর, আবুল হায়াত।

৫. প্রিয় পাঠ্য বিষয়?

দেবস্মিতা সাহা: গণিত।

মা: বাংলা।

৬. কার হাতের রান্না খেতে ভালো লাগে?

দেবস্মিতা সাহা: মায়ের হাতের।

মা: মায়ের হাতের।

৭. প্রিয় পোশাক?

দেবস্মিতা সাহা: ফতুয়া।

মা: শাড়ি।

 ৮. প্রিয় খেলা?

দেবস্মিতা সাহা: ক্রিকেট।

মা: ব্যাডমিন্টন।

 ৯. প্রিয় খেলোয়াড়?

দেবস্মিতা সাহা: মাশরাফি বিন মুর্তজা।

মা: সাকিব আল হাসান।

 ১০. পছন্দের রং?

দেবস্মিতা সাহা: সবুজ।

মা: গাঢ় নীল।

 ১১. প্রিয় লেখক?

দেবস্মিতা সাহা: হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল।

মা: রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

 ১২. পরস্পরের যা ভালো ও খারাপ লাগে?

দেবস্মিতা সাহা: মায়ের সবকিছুই ভালো লাগে। তবে হঠাৎ করে রেগে যায়।

মা: আমার মেয়ের সবকিছুই ভালো লাগে। তবে মাঝে মাঝে রেগে যায়।

 অধুনা প্রতিবেদক