কেশকথন

শীতে রুক্ষ চুলের যত্ন নিতে হবে। মডেল: নিধি, ছবি: নকশা
শীতে রুক্ষ চুলের যত্ন নিতে হবে। মডেল: নিধি, ছবি: নকশা

‘শীত’ নিয়ে পত্রিকায় আত্মপ্রকাশ সেই শৈশবে। তখন শীতের গুণকীর্তনই ছিল লেখার উপজীব্য। তারুণ্যে শীত দেখি অন্য আঙ্গিকে। জীবনের ঋণাত্মকতাটুকু আপন করে নেওয়াটাও যে কারও নিয়তি! শীতের ভালোমন্দ নিয়ে তর্ক চলতে পারে, তবে শীতে তর্কবিহীন একটাই শব্দ, ‘শুষ্কতা’।

আর্দ্রতা হারাচ্ছে, আর্দ্রতা বজায় রাখতে চেষ্টা করুন—এ কথা তো শুনেই আসছেন সবাই সেই কবে থেকে! এর বাইরেও শীতে চুলের সুস্থতায় আরও কিছু কথা রয়েছে বৈকি। রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানালেন সেসব কথা। তাঁর কাছ থেকেই জেনে নিন চুলের ধরনভেদে এই সময়ে যত্ন নেওয়ার পদ্ধতি—

তৈলাক্তভাব যাঁদের চুলে

চুলে তৈলাক্তভাব থাকলে সাধারণত চুল লেপটে থাকাটাই একমাত্র সমস্যা হয়ে দাঁড়ায়। এ সমস্যা এড়াতে আফরোজা পারভীনের পরামর্শ—

● চুলে তেল মালিশ করবেন না।

● প্রতিদিন শ্যাম্পু করতে হবে। বিশেষত বাইরে যেতে হলে অবশ্যই প্রতিদিন শ্যাম্পু করা প্রয়োজন।

● বাজারে এমন কিছু শ্যাম্পু কিনতে পাওয়া যায়, যেগুলো চুলের তৈলাক্তভাব দূর করে। এ ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

● আমলা প্যাক ব্যবহার করতে পারেন। পানিতে শুধু আমলা গুলে নিয়ে প্যাক তৈরি করুন। চুলের তৈলাক্ততা কমবে।

● কাঁচা মেহেদিও ব্যবহার করতে পারেন।

শুষ্কতা যখন নিত্যসঙ্গী

আফরোজা পারভীন জানালেন, শুষ্ক চুল সহজেই ভেঙে যায় এবং নষ্ট হতে থাকে। সাধারণত চুলের বিভিন্ন সমস্যা তাঁদেরই হয়ে থাকে, যাঁদের চুল শুষ্ক প্রকৃতির। আর চুলে রং বা অন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকলে সমস্যা হওয়ার আশঙ্কা আরও বেশি। রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, এমন চুলের জন্য প্রতিষ্ঠানভিত্তিক সেবা (প্রোটিন ট্রিটমেন্ট বা স্পা) নেওয়া প্রয়োজন।

রাসায়নিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি, এমন চুলের যত্ন বাড়িতেও নেওয়া সম্ভব বলে জানালেন তিনি—

● সপ্তাহে দু-তিন দিন চুলে ও মাথার ত্বকে ভালোভাবে তেল মালিশ করতে হবে।

● টক দই ও অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন।

● পাকা কলা, পেঁপে ও মধু মিশিয়েও প্যাক তৈরি করা যেতে পারে।

স্বাভাবিক চুলের জন্য

● চুলে শুষ্কভাব কিংবা তৈলাক্তভাব থাকলে যেসব হেয়ার প্যাক ব্যবহার করা যায়, স্বাভাবিক চুলের জন্যে এগুলোর মধ্য থেকে যেকোনোটিই বেছে নিতে পারেন।

● সপ্তাহে এক দিন চুল ও মাথার ত্বকে তেল মালিশ করুন।

সব ধরনের চুলের জন্য আরও কিছু

● কোনো হেয়ার প্যাক ২০ মিনিটের বেশি সময় পর্যন্ত লাগিয়ে না রাখাই ভালো।

● তিন মাস অন্তর চুলের আগা ছেঁটে নিন।

● বাড়িতে যত্নের পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক সেবাও নিতে পারেন।