দুই বিশ্ববিদ্যালয় নেবে ১৭০ জন

দুটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে ১৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৩টি পদে ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ১১টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে: ১৫৯ জন

যেসব পদে লোক নেওয়া হবে: ডেপুটি চিফ মেডিকেল অফিসার ১ জন, সিনিয়র মেডিকেল অফিসার ২ জন, মেডিকেল অফিসার ৩ জন, ডেপুটি লাইব্রেরিয়ান ১ জন, সেকশন অফিসার ২ জন, জনসংযোগ অফিসার কাম ফটোগ্রাফার ১ জন, পরিবহন কর্মকর্তা ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন, সহকারী প্রকৌশলী (স্থাপত্য) ১ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল) ১ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ১ জন, সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২ জন, ল্যাব ইনস্ট্রাক্টর ২ জন, কম্পিউটার অপারেটর ১৯ জন, ল্যাব টেকনিশিয়ান ৫ জন, সেমিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ১৩ জন, স্টোর কিপার ১ জন, ফোরম্যান (পরিবহন পুল) ১ জন, কার্য সহকারী (প্রকৌশল শাখা) ২ জন, মেশন (প্রকৌশল শাখা) ২ জন, প্লাম্বার (প্রকৌশল শাখা) ১ জন, সহকারী প্লাম্বার (প্রকৌশল শাখা) ১ জন, ইলেকট্রিশিয়ান (প্রকৌশল শাখা) ২ জন, সহকারী ইলেকট্রিশিয়ান (প্রকৌশল শাখা) ৩ জন, কার্পেন্টার (প্রকৌশল শাখা) ২ জন, সহকারী কার্পেন্টার (প্রকৌশল শাখা) ২ জন, টেলিফোন অপারেটর (প্রকৌশল শাখা) ১ জন, জেনারেটর অপারেটর (প্রকৌশল শাখা) ৩ জন, লিফট অপারেটর/ ম্যান (প্রকৌশল শাখা) ৫ জন, লাইনম্যান (প্রকৌশল শাখা) ১ জন, নার্স (পুরুষ) ১ জন, ড্রাইভার ১ জন, ড্রাইভার (লাইট) ২ জন, ড্রাইভার (অ্যাম্বুলেন্স) ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ৩ জন, ল্যাব অ্যাটেনডেন্ট ৪ জন, ডকুমেন্টেশন সহকারী (কেন্দ্রীয় লাইব্রেরি) ১ জন, বুক সর্টার (কেন্দ্রীয় লাইব্রেরি) ১ জন, বুক বাইন্ডার (কেন্দ্রীয় লাইব্রেরি) ১ জন, গেটকিপার (কেন্দ্রীয় লাইব্রেরি) ১ জন, কেয়ারটেকার (ভিআইপি গেস্ট হাউস) ১ জন, লাইব্রেরি সহকারী ২ জন, লাইব্রেরি অ্যাটেনডেন্ট ২ জন, ফটোকপি মেশিন অপারেটর ১ জন, বাবুর্চি ৪ জন, সহকারী বাবুর্চি ৩ জন, আয়া (নারী) ৭ জন, অফিস সহায়ক ২৫ জন, বার্তা বাহক ২ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন, পরিচ্ছন্নতাকর্মী ৭ জন, মালি ১ জন।

আবেদনপত্র www.nstu.edu.bd -এর মাধ্যমে সংগ্রহ করা যাবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী-৩৮১৪।

আবেদনের শেষ সময়: ০৭ মার্চ ২০১৯

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেবে ১১ জন

এই বিশ্ববিদ্যালয়ে উপপরিচালক (অর্থ ও হিসাব) ১ জন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ১ জন, শাখা কর্মকর্তা ২ জন, প্রশাসনিক কর্মকর্তা/ ব্যক্তিগত কর্মকর্তা ১ জন, হিসাবরক্ষক ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৪ জন, ডেসপাচ ক্লার্ক ১ জন, ড্রাইভার ২ জন, অফিস সহায়ক ৪ জন, ক্লিনার ২ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত নোটিশ বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে। যাঁরা আগ্রহী, তাঁরা সেখান থেকে বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা।

আবেদনের শেষ সময়: ১৩ মার্চ ২০১৯