চলতি ধারায় ঈদের সাজ

চোখে গোলাপি ও রুপালি শ্যাডো, মুখে ডিউয়ি মেকআপ, ঈদের রাতের সাজে জমকালো ভাব আনা যাবে এভাবে। মডেল: তানজিন তিশা, সাজ: পারসোনা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, ছবি: সুমন ইউসুফ
চোখে গোলাপি ও রুপালি শ্যাডো, মুখে ডিউয়ি মেকআপ, ঈদের রাতের সাজে জমকালো ভাব আনা যাবে এভাবে। মডেল: তানজিন তিশা, সাজ: পারসোনা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, ছবি: সুমন ইউসুফ
>রোদ–বৃষ্টি আর গরমের সময় এখন। ঈদের সময়ও থাকবে এমন। তারপরও উৎসবের আমেজ তো রাখতে হবে সাজপোশাকে। পোশাক, আবহাওয়া ও ঈদ—এই তিনের সমন্বয়ে চলতি ধারায় ঈদের সাজ দেখিয়ে দিয়েছেন পারসোনার পরিচালক নুজহাত খান।
চোয়াল পর্যন্ত নেমে এসেছে বব ছাঁটের চুল। ঝুলে থাকা আগার ছাঁটে আছে ভোঁতা ভাব। মাথায় পাথরের ব্যান্ড পরিয়ে রাজকীয় ভাব আনা হয়েছে। হালকা গোলাপি রঙের এই পোশাকের সঙ্গে ডিউয়ি বেজ মেকআপ করা। চোখ সাজানো হয়েছে হালকা গোলাপি শ্যাডো দিয়ে। টানা ভ্রু। পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিক। বন্ধুদের আড্ডায় এমন সাজ মানাবে বেশ।  পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ
চোয়াল পর্যন্ত নেমে এসেছে বব ছাঁটের চুল। ঝুলে থাকা আগার ছাঁটে আছে ভোঁতা ভাব। মাথায় পাথরের ব্যান্ড পরিয়ে রাজকীয় ভাব আনা হয়েছে। হালকা গোলাপি রঙের এই পোশাকের সঙ্গে ডিউয়ি বেজ মেকআপ করা। চোখ সাজানো হয়েছে হালকা গোলাপি শ্যাডো দিয়ে। টানা ভ্রু। পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিক। বন্ধুদের আড্ডায় এমন সাজ মানাবে বেশ। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ
গোলাপি রঙের শাড়ি। ডিউয়ি বেজ মেকআপে গোলাপি আর রুপালি শ্যাডোর চোখ, গোলাপি ব্লাশন আর পোশাকের বিপরীতে ঠোঁটে দেওয়া হয়েছে গাঢ় পামরঙা লিপস্টিক। চুলগুলো আঁটসাঁট করে কোঁকড়ানো। ঈদের রাতে এর চেয়ে ভালো সাজ আর কী হতে পারে!  পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ
গোলাপি রঙের শাড়ি। ডিউয়ি বেজ মেকআপে গোলাপি আর রুপালি শ্যাডোর চোখ, গোলাপি ব্লাশন আর পোশাকের বিপরীতে ঠোঁটে দেওয়া হয়েছে গাঢ় পামরঙা লিপস্টিক। চুলগুলো আঁটসাঁট করে কোঁকড়ানো। ঈদের রাতে এর চেয়ে ভালো সাজ আর কী হতে পারে! পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ
প্রাকৃতিক ও উজ্জ্বল বেজ মেকআপ, চকচকে রুপালি চোখ, বাঙ্গি রঙের লিপস্টিক ছাই বা সুরমা রঙের পোশাকের সঙ্গে দারুণ লাগে। ব্লাশনটাও বাঙ্গি রঙের ব্যবহার করা হয়েছে এখানে। মাঝখানে সিঁথি করে এলোমেলো হাতখোঁপা করে নেওয়া হয়েছে। সামনের দিকের চুলগুলো ঢিলা করে ঝুলিয়ে দেওয়া। একটা স্নিগ্ধ-সতেজ ভাব আছে এই সাজে। ঈদের দিনে আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য এই সাজ কম কীসে!  পোশাক: ড্রেসিডেল
প্রাকৃতিক ও উজ্জ্বল বেজ মেকআপ, চকচকে রুপালি চোখ, বাঙ্গি রঙের লিপস্টিক ছাই বা সুরমা রঙের পোশাকের সঙ্গে দারুণ লাগে। ব্লাশনটাও বাঙ্গি রঙের ব্যবহার করা হয়েছে এখানে। মাঝখানে সিঁথি করে এলোমেলো হাতখোঁপা করে নেওয়া হয়েছে। সামনের দিকের চুলগুলো ঢিলা করে ঝুলিয়ে দেওয়া। একটা স্নিগ্ধ-সতেজ ভাব আছে এই সাজে। ঈদের দিনে আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য এই সাজ কম কীসে! পোশাক: ড্রেসিডেল

গ্রন্থনা: সৈয়দা সাদিয়া শাহরীন