তৃতীয় দিনের ঈদ আনন্দ

ঈদ এলেই চিরচেনা রাজধানী ঢাকা যেন অন্য রকম এক শহর হয়ে যায়। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে অধিকাংশ মানুষ বাইরে চলে যাওয়ায় বদলে যায় চিরচেনা শহরের চিত্র। সড়কে নেই কোনো যানের জট, হর্নও শোনা যায় না। ঈদের ছুটিতে যাঁরা ঢাকাতেই থাকেন, তাঁদের কাছে ঢাকা অন্য রকম এক শহর। স্বচ্ছন্দে চলাফেরা করা যায়, ভিড় বলতে শুধু বিনোদনকেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিন গরম আবহাওয়া মানুষকে কিছুটা ভোগালেও তৃতীয় দিন রোদ-মেঘে উৎসবমুখরই ছিল পুরো শহর। মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ছুটেছেন এক বিনোদনকেন্দ্র থেকে আরেক বিনোদনকেন্দ্রে।
১ / ৯
রমনা পার্কের শিশু চত্বরের দোলনায় শিশুদের ঈদ আনন্দ।
রমনা পার্কের শিশু চত্বরের দোলনায় শিশুদের ঈদ আনন্দ।
২ / ৯
শিশু পার্ক বন্ধ থাকায় রমনা পার্কে দর্শনার্থীদের বেশ চাপ
শিশু পার্ক বন্ধ থাকায় রমনা পার্কে দর্শনার্থীদের বেশ চাপ
৩ / ৯
রাইডে চড়ছে শিশুটি
রাইডে চড়ছে শিশুটি
৪ / ৯
মা-বাবারা সন্তানদের নিয়ে পার্কে আসেন নির্মল আনন্দের জন্য
মা-বাবারা সন্তানদের নিয়ে পার্কে আসেন নির্মল আনন্দের জন্য
৫ / ৯
খেলায় মাতোয়ারা শিশুরা
খেলায় মাতোয়ারা শিশুরা
৬ / ৯
রাজধানীর নিমতলী থেকে রাকিব আর সম্রাট মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছিল শিশু পার্কে। শিশু পার্ক বন্ধ থাকায় অগত্যা সোহরাওয়ার্দী উদ্যানে খেলতে এসেছে তারা।
রাজধানীর নিমতলী থেকে রাকিব আর সম্রাট মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছিল শিশু পার্কে। শিশু পার্ক বন্ধ থাকায় অগত্যা সোহরাওয়ার্দী উদ্যানে খেলতে এসেছে তারা।
৭ / ৯
অনেকেই এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ঘুরতে
অনেকেই এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ঘুরতে
৮ / ৯
নিশানা করে বেলুন ফুটানোতেও মজা ছিল
নিশানা করে বেলুন ফুটানোতেও মজা ছিল
৯ / ৯
জাতীয় জাদুঘরে ঢুকতে লম্বা লাইন
জাতীয় জাদুঘরে ঢুকতে লম্বা লাইন