বর্ষায় কাপড়ের যত্ন...

একটু বাড়তি যত্ন কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করবে। মডেল: পিউ, ছবি: খালেদ সরকার
একটু বাড়তি যত্ন কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করবে। মডেল: পিউ, ছবি: খালেদ সরকার

বর্ষাকাল, বাইরে তো বৃষ্টি থাকবেই। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে সুতি কাপড় সহজে শুকাতে চায় না। বর্ষা তো আর বন্ধ করা যাবে না, কাপড়ের যত্নে নিতে হবে বাড়তি সতর্কতা। নইলে কাপড়ে তিল পড়া, গন্ধ হয়ে যাওয়া ও ছত্রাক পড়ার মতো ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে।
কাপড় ধোয়া থেকে ইস্তিরি করার আগে ও পরে অনেক ধাপ থাকে। জেনে নেওয়া যাক একঝলকে।
সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক রীনাত ফওজিয়া বলেন, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই কাপড়ের যত্নে সতর্ক হতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে কাপড়টি ভালোভাবে শুকিয়েছে কি না। বর্ষাকালে চোখে দেখা যায় না এমন একধরনের পোকা কাপড় কেটে ফেলে। তাই কাপড়ের ভাঁজে ন্যাপথলিন বা নিমপাতার পাউডার দিয়ে রাখলে তা কাপড়কে রক্ষা করবে এবং এগুলো আর্দ্রতা টেনে নেবে তাতে করে কাপড়ে দুর্গন্ধ হবে না।
কাপড় ধুয়ে অবশ্যই ইস্তিরি করে নেবেন। তা ছাড়া রঙিন কাপড়ে যেমন কালো, বেগুনি ইত্যাদি কাপড়ে ছত্রাক পড়ে সাদা দাগ হয়ে যায়। কিন্তু ভালোভাবে কাপড় শুকিয়ে রাখলে কাপড়ে এমন ছত্রাক হবে না। তবে যদি দাগ হয়ে যায় তাহলে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এ ধরনের সমস্যা নিয়ে কি গ্রাহকেরা যান কাপড় পরিষ্কার করার প্রতিষ্ঠানগুলোর কাছে? উত্তরটি জানা গেল ড্রাই ক্লিন প্রতিষ্ঠান ব্যান্ডবক্সের ধানমন্ডি শাখার কর্মকর্তা আবদুস সালামের কাছ থেকে, ‘কাপড়ে ছত্রাক পড়া পোশাক খুব বেশি পাওয়া যায় না। কারণ তা পানি বা ডিটারজেন্ট দিয়ে ধুলেই উঠে যায়। তিল পড়া সুতি কাপড়ের দাগ তোলা যায়। কিন্তু কৃত্রিম তন্তুর কাপড় থেকে তিলের দাগ তুলতে গেলে কাপড়ের রং নষ্ট হয়ে যায়।’
বৃষ্টির দিনে কাপড়ে কাদা লাগলে প্রথমে সেই জায়গাটুকু ধুয়ে তারপর পুরো কাপড় ধুয়ে ফেলুন। এতে দাগ ভালোমতো উঠে যাবে। অন্যদিকে কাপড় যদি রোদে পুরোপুরি শুকানো না যায়, তবে ফ্যানের নিচে দিয়ে শুকাতে হবে। তবে হালকা ভেজা কাপড় ঘরে শুকানো যেতে পারে। কারণ বেশি ভেজা কাপড়ের জলীয়বাষ্প শরীরের জন্য ক্ষতিকর। তবে পরে রোদে শুকিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাতে করে কাপড়ের গন্ধ চলে যাবে।
এ সময়ে কাপড় আলমারিতে রাখার পরে মাঝেমধ্যেই গন্ধ পাওয়া যায়। কাপড়ের এই গন্ধ দূর করতে ফ্যান ছেড়ে দিয়ে আলমারির দরজা কিছুক্ষণ খুলে রাখতে হবে, তাতে করে গন্ধ দূর হবে। তা ছাড়া কাপড়ে ব্যবহারের জন্য বিভিন্ন সুগন্ধি বাজারে পাওয়া যায়। এসব সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে গন্ধ থাকবে না। কাপড়ের পাশে চকের টুকরো দিয়ে রাখতে পারেন তাতে করে আর্দ্রতা চক টেনে নেবে। এ ছাড়া বর্ষাকালে সাদা সুতি কাপড় বৃষ্টিতে ভিজলে তা শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলতে হবে তা না হলে কাপড়ে তিলা পড়ে যাবে।