নিজে বানাই লাল-সবুজের পতাকা

নিজেই ঘরে বানাতে পারেন জাতীয় পতাকা। কাগজ দিয়ে সঠিক অনুপাতের ছোট-বড় পতাকা বানানো খুব সহজ।

উপকরণ
লাল ও সবুজ কাগজ, স্কেল, আঠা, কাঁচি ও কাঠি।

যেভাবে বানাবেন জাতীয় পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অানুপাতিক মাপ ১০: ৬। মাঝের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের এক–পঞ্চমাংশ। যেমন, এখানে সবুজ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার ও প্রস্থ ৬ সেন্টিমিটার। তবে দৈর্ঘ্যে আধা সেন্টিমিটার বেশি কেটে দাগ দিয়ে রাখা হয়েছে। পরে এই অংশটুকু কাঠির সঙ্গে মুড়ে আঠা লাগিয়ে দিতে হবে। লাল বৃত্তটি কাটা হয়েছে ২ সেন্টিমিটার ব্যাসার্ধের।


বৃত্তের এক পাশে আঠা লাগিয়ে আয়তক্ষেত্রের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে।


কাঠি ও সেই বাড়তি আধা সেন্টিমিটার অংশে আঠা লাগিয়ে দুটোকে জুড়ে দিন। হয়ে গেল ছোট্ট জাতীয় পতাকা।