ফ্যাশনের জমকালো আয়োজন

বিয়ের লেহেঙ্গায় জামদানির নকশা
বিয়ের লেহেঙ্গায় জামদানির নকশা

পরিবেশবান্ধব, ঐতিহ্য আর আধুনিকতার মিশেল আর পোশাকের মোটিফে লোকজ উপকরণ—এ কথাগুলোই বারবার উচ্চারিত হলো ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০–এর মঞ্চে। ২৩ থেকে ২৫ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসেছিল ফ্যাশনের এই জমকালো আয়োজন। ট্রেসেমের সহযোগিতায় ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করে এই শোর। এবারের ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে অংশ নেন ৩০ জন ডিজাইনার। এর মধ্যে বাংলাদেশের ডিজাইনার ছিলেন ২১ জন, ভারতের ৬ জন, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ১ জন করে ডিজাইনার অংশ নেন।

শ্রীলঙ্কার ডিজাইনার সোনালির নকশা করা পোশাক
শ্রীলঙ্কার ডিজাইনার সোনালির নকশা করা পোশাক

ট্রেসেমে ফ্যাশন উইকের এবারের আয়োজনে বারবার ঘুরেফিরে এসেছে ‘পরিবেশ বাঁচাও’ কথাটি। প্রাধান্য দেওয়া হয়েছে রিসাইক্লিংয়ের (পুনর্ব্যবহারযোগ্য) বিষয়টিও। উৎসবের প্রথম দিন রাজদর্শনের রেড কার্পেটে তাই দেখা গেল একবার ব্যবহৃত প্লাস্টিক গ্লাস-প্লেট আর পেঁয়াজের খোসায় তৈরি গাউনে হেঁটে বেড়াচ্ছিলেন মডেলরা। ফ্যাশন শোর দ্বিতীয় দিন ছিল পলিথিন ব্যাগ আর খবরের কাগজের পোশাক।

নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা হেঁটেছেন ট্রেসেমের কিউতে
নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা হেঁটেছেন ট্রেসেমের কিউতে

এ আয়োজনে চলতি বছরের ফ্যাশন ধারার একটি আভাস পাওয়া গেল। পোশাকের কাটে ভিন্নতা তো ছিলই, সেই সঙ্গে ছিল পোশাকের রং নির্বাচনের স্বকীয়তা। পোশাকে রং নির্বাচনও যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা–ও বুঝিয়ে দিলেন ডিজাইনাররা। এক রং থেকে যে কত রকম রঙের শেড হতে পারে, তা–ও দেখা গেল এবারের ফ্যাশন উইকে।

শাড়িতে শীতলপাটির নকশায় ফাল্গুনের আবহ
শাড়িতে শীতলপাটির নকশায় ফাল্গুনের আবহ

উৎসবের প্রথম দিন প্রথমেই মঞ্চে আসেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০ জন নারী। এর মধ্যে ছিলেন অভিনেত্রী, উপস্থাপিকা, সংবাদপাঠক, চিকিৎসক, পাইলট, বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়কসহ আরও অনেকে। এরপরই মঞ্চে আসেন ডিজাইনার নওশিন খায়ের। জামদানি এবং এর মোটিফের নকশা স্থান পায় তাঁর পোশাকে। এদিন বাংলাদেশের সাতজন, ভারতের দুজন এবং নেপালের একজন ডিজাইনার তাঁদের পোশাক প্রদর্শন করেন। প্রথম দিন তেনজিং চাকমার ইউনিফর্মের আদলে নকশা করা পোশাক দর্শকদের নজর কেড়েছে।

শুধু নকশায় নয়, পোশাকের কাটেও দেশজ মোটিফের ছোঁয়া
শুধু নকশায় নয়, পোশাকের কাটেও দেশজ মোটিফের ছোঁয়া

উৎসবের দ্বিতীয় দিনটি যেন একটু বেশি ঝলমলে ছিল। বসন্ত রংগুলো যেন ভেসে বেড়াল কিউজুড়ে। শৈবাল সাহা, মুমু মারিয়া আর শাহরুখ আমিনের নকশা করা কমলা, হলুদ, খাকি ও লাল রঙের পোশাকে ছিল বসন্তের ছোঁয়া। এদিন পোশাকে লেয়ারিং দেখা গেল উল্লেখযোগ্যভাবে। শুধু শাড়িই নয়, বিভিন্ন পোশাকের সঙ্গে বিভিন্ন প্যাটার্নে জ্যাকেট পরে হাঁটলেন মডেলরা। ফ্যাশন শোর মঞ্চে ডিজাইনার মাহিন খান জানালেন, আন্তর্জাতিক পোশাকের বাজারে বাংলাদেশের পোশাককে পৌঁছে দিতেই এ ধরনের আয়োজন করছেন তাঁরা। ভারতীয় ডিজাইনার সৌমিত্র মণ্ডলের নকশার পোশাক প্রদর্শনের মাধ্যমে শেষ হয় দ্বিতীয় দিনের আয়োজন।

স্নিগ্ধ রঙের ব্যবহার চোখে দিয়েছে আরাম
স্নিগ্ধ রঙের ব্যবহার চোখে দিয়েছে আরাম

উৎসবের শেষ দিন প্রথম তিন কিউতে বাংলাদেশের তিন ডিজাইনার লিপি খন্দকার, কুহু প্লামন্দন ও চন্দনা দেওয়ান তাঁদের পোশাক দেখান। লিপি খন্দকারের পোশাকে কাট ও মোটিফে ছিল কাগজের ঝালরের ব্যবহার। ‘সেভ দ্য সুন্দরবন’— এই থিমে পোশাকের নকশা করেছেন কুহু। চন্দনা দেওয়ানের পোশাকে ছিল নকশিকাঁথা কাজের প্রাধান্য। এদিন বাংলাদেশের ডিজাইনারদের মধ্যে সারা করিম, রিফাত রেজা, ফারাহ দিবা আর ফাইজা আহমেদের সঙ্গে আরও ছিলেন ভারতীয় ডিজাইনার অলকা শর্মা ও ভুটানের চন্দ্রিকা তামাং। সবশেষে ভারতের আরেক ডিজাইনার আসিফ শেখের নকশা করা পোশাক প্রদর্শনের মাধ্যমে পর্দা নামে এই আসরের।

কিউ শেষে মঞ্চে আসেন মাহিন খান
কিউ শেষে মঞ্চে আসেন মাহিন খান

বাংলাদেশ ফ্যাশন উইকের ফ্যাশন শোতে অংশ নেওয়া মডেলদের সাজানোর দায়িত্বে ছিল রেড বিউটি স্যালন, ফারজানা শাকিল’স মেকওভার ও পারসোনা। পুরো শোয়ের কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ। আয়োজনের হসপিটালিটি পার্টনার ছিল লা মেরিডিয়ান।

পোশাকের উপকরণ যখন পেঁয়াজের খোসা
পোশাকের উপকরণ যখন পেঁয়াজের খোসা
ধ্রুপদি ঘরানার পোশাক। সাজেও ধ্রুপদি আবহ
ধ্রুপদি ঘরানার পোশাক। সাজেও ধ্রুপদি আবহ
জাম্পস্যুটে টেপাপুতুলের নকশা
জাম্পস্যুটে টেপাপুতুলের নকশা
বিদেশি ডিজাইনারদের পোশাকও নজর কেড়েছে
বিদেশি ডিজাইনারদের পোশাকও নজর কেড়েছে
জামদানির সঙ্গে কাঁথাফোঁড়ের জ্যাকেট
জামদানির সঙ্গে কাঁথাফোঁড়ের জ্যাকেট
িকউতে শখের হাড়ি, পোশাকেও
িকউতে শখের হাড়ি, পোশাকেও
টয় সোলজার সিনেমার অনুপ্রেরণায় তেনজিং চাকমার কিউ
টয় সোলজার সিনেমার অনুপ্রেরণায় তেনজিং চাকমার কিউ
পাখির মোটিফ
পাখির মোটিফ
প্যান্ট ও টপে সোনালি রং
প্যান্ট ও টপে সোনালি রং
পুরোনো কাগজে বানানো পোশাক
পুরোনো কাগজে বানানো পোশাক
পাজামার ছাঁটে নতুনত্ব
পাজামার ছাঁটে নতুনত্ব

ছবি: খালেদ সরকার  ও সুমন ইউসুফ